গর্ভবতী হওয়ার ঠিক কত দিন পর শিশুর হার্টবিট শুনতে পাওয়া যায়?
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভকালীন সময় একজন নারীর জন্য সবথেকে সংবেদনশীল সময়। এই সময় একটু ভুলের কারণে গর্ভে থাকা বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় আপনি আপনার বাচ্চার সঠিক যত্ন কিভাবে নিবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব এবং অবশ্যই গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ এবং বাচ্চার হার্টবিট কত হলে ছেলে সন্তান হয় সে সকল বিষয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব।
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ
চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় বাচ্চার হৃৎপিণ্ডের সৃষ্টি বা গঠন কার্যক্রম
শুরু হয় বাচ্চা কনসিভ করার পঞ্চম সপ্তাহ পড়ে। তবে এ সময় হৃৎপিণ্ড এতটাই
ছোট থাকে যে আল্ট্রাসাউন্ড মেশিনে হার্টবিটের আওয়াজ ধরা পড়ে না।
বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ ভালোভাবে
প্রকাশ পায় বাচ্চার বয়স যখন আট সপ্তাহে পৌঁছায়। এ সময় গর্ভে থাকা বাচ্চার
হৃদপিণ্ডের উপস্থিতি আল্ট্রাসাউন্ড মেশিনে বোঝা যায়। যখন বাচ্চার বয়স দশ
সপ্তাহে পৌঁছায় তখন ডক্টর মেশিনে বাচ্চার হৃৎপিণ্ডের লক্ষণ ধরা পড়ে।
তবে গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ সম্পূর্ণরূপে বোঝা যায় বাচ্চার
বয়স ১২ সপ্তাহ হওয়ার পরে।
বাচ্চার হার্টবিট কত হলে ছেলে সন্তান
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ সম্পূর্ণরূপে প্রকাশ পায় বাচ্চার বয়স তখন 12 সপ্তাহে পৌঁছায় এবং প্রাথমিকভাবে হার্টবিটের সৃষ্টি হয় বাচ্চার বয়স যখন পঞ্চম সপ্তাহে থাকে।
বিশেষজ্ঞদের মতে বাচ্চার হার্টবিট কত হলে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সে সম্পর্কে একটি ধারণা রয়েছে। তবে এটি সবসময়ই সঠিক হবে এমন কেউ নয়। চিকিৎসকের মতে বাচ্চার হার্টবিট শুরু হওয়ার পরে তার হৃদস্পন্দন যদি ১৪০ BPM এর বেশি হয় তাহলে বাচ্চাটি মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি এবং বাচ্চার হৃদস্পন্দন ১৪০ BPM এর কম হয় তবে বাচ্চাটি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি।
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট কমে গেলে করণীয়
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট আসার লক্ষণ সাধারণভাবে প্রকাশ পায় মূলত অষ্টম
থেকে দ্বাদশ সপ্তাহের দিকে। তবে বাচ্চার হার্টবিটের গঠন সৃষ্টি হয় পঞ্চম সপ্তাহে
কিন্তু এ সময়ে হৃদপিণ্ড এতটাই ছোট থাকে যে আল্ট্রাসনোগ্রামে বাচ্চার হৃদস্পন্দন
ধরা পড়ে না। ক্ষেত্রবিশেষে দেখা যায় সপ্তম সপ্তাহে স্পন্দন বোঝা যায়
কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে। অর্থাৎ গর্ভ অবস্থায় বাচ্চার হার্টবিট কমে
গেছে এমনটি মনে হতে পারে কিন্তু বাচ্চার হার্টবিট সম্পূর্ণরূপে আল্ট্রাসনোগ্রাম
এবং রক্ত মেশিনে ধরা পড়ে যখন বাচ্চার বয়স ১২ সপ্তাহে পৌঁছায়।
তাই বারো সপ্তাহের পূর্বে বাচ্চার হার্টবিট যদি কম মনে হয় সেক্ষেত্রে আগেই দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনি চাইলে বাচ্চার বয়স ১২ সপ্তাহ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন অথবা আপনার নিজস্ব জিনিস ডাক্তার রয়েছে তার শরণাপন্ন হয়।
বাচ্চার হার্টবিট আসার দোয়া
- রাব্বি লা-তাযারনী ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।
- রাব্বানা-লা-তুঝিগ কূলূবানা-বা'দা ইয হাদাইতানা-ওয়াহাবলানা মিল্লা দুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহা-ব।
এটি সূরা আল ইমরানের একটি আয়াত এর বাংলা অর্থ হলঃ হে আমার সৃষ্টিকর্তা আপনার পক্ষ থেকে আমাকে একটি পুত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি সকলের প্রার্থনা শ্রবণকারী।
বাচ্চার হার্টবিট না আসলে কি করনীয়
সপ্তাহ অনুযায়ী বাচ্চার হার্টবিট
সপ্তাহ অনুযায়ী বাচ্চার হার্টবিট | |
---|---|
৫ সপ্তাহ | 80-103 BPM |
৬ সপ্তাহ | 103-126 BPM |
৭ সপ্তাহ | 126-149 BPM |
৮ সপ্তাহ | 149-172 BPM |
৯ সপ্তাহ | 155-195 BPM গড়ে ১৭৫ |
১২ সপ্তাহ | 120-180 BPM গড়ে ১৫০ |
১২সপ্তাহ পরে | 12-160 BPM গড়ে ১৪০ |
স্বপ্নবোনা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url